বরিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও বাজারদর স্থিতিশীল রাখতে বরিশালে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন। এরই ধারবাহিকতায় সোমবার (৪ এপ্রিল ) সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার বলেন, সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালানো হয়। মূল্যতালিকা না থাকা, পণ্যের গায়ে মূল্য অঙ্কিত না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে হাফিজ স্টোর্স ও সাইদুর স্টোর্স নামক ২ টি প্রতিষ্ঠানকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের নির্দেশে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।