টেবিল টপার ম্যানচেস্টার সিটি শেষ পাঁচ ম্যাচে হেরেছে একটি, ড্র করেছে আরেকটি; খুইয়েছে মোট ৫ পয়েন্ট। যার ফায়দা বেশ ভালোভাবেই নিলো দুই নম্বরে থাকা লিভারপুল। টানা নবম জয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে ম্যান সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।
বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে খেলতে গিয়ে প্রথমার্ধে জালের দেখা পায়নি অল রেডরা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জিতিয়েছেন ডিয়েগো জোতা ও রবার্তো ফিরমিনো।
প্রথম গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে ৫৪ মিনিট পর্যন্ত। মাঝ মাঠ থেকে তরুণ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার দারুণ পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে দলকে লিড এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড জোতা।
এর ৮ মিনিট পর আর্সেনালের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন ফিরমিনো। এ দুই গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের।
এ জয়ের পর ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যান সিটির সংগ্রহ ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট। অন্যদিকে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে আর্সেনাল।