ঝালকাঠির কাঠালিয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পাদক আবুল বসার বাদশাকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (১৪মার্চ) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমার্পন করে সে জামিন আবেদন করলে বিচারক পারভেজ শাহারিয়া নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
গত ১৩ জানুয়ারি আদালতের সোমন আদেশ অমান্য করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন। কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমির কুমার সাহা বাদী হয়ে নিয়োগ জালিয়াতী, দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছিল।
মঙ্গলবার (১৫ মার্চ) এপিপি এ্যাড. বনি আমিন ও মামলার বিবরন সূত্রে জানাগেছে, শহীদ রাজা ডিগ্রী কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ আবুল বাসার ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৫ বছর অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। এসময় সে শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, নবায়ন, ভ্রমণ ভাতাসহ কলেজের বিভিন্ন তহবিল থেকে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার মাধ্যমে ৫১ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করেন।
গত ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমির কুমার সাহা বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশী মামলা (নং-১৭১/২০) দায়ের করেন। আদালত নালিশী মামলার শুনানী শেষে সিআইডিকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। গত ২০২১ সালের নভেম্বর মাসে তদন্ত শেষে সিআইড তার বিরুদ্ধে চার্জশীট প্রদান করে।
সিআইডির তদন্ত রিপোর্টে জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ বাদশার বিরুদ্ধে অর্ধকোটি টাকা লোপাটের প্রাথমিক সত্যতা রয়েছে বলে উল্লেখ করেন। বিচারক সাবেক অধ্যক্ষ বাদশাকে আদালতে হাজির হতে সোমন জারী করলেও দীর্ঘ দিন তিনি অনুপস্থিত থাকেন।
এ অবস্থায় সোমবার আসামী আবুল বসার বাদশা আদালতে আত্মসমর্পণ করলে মহামান্য আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।