সবই রবে পড়ে
বিপ্লব গোস্বামী
ক্ষীণ হবে চোখের দৃষ্টি পাকবে মাথার চুল, কমবে যে দেহর বল নড়বে মুখের বোল।
কানে লাগবে তালা কমবে পায়ের বল, ভাই বন্ধু ছাড়বে সঙ্গ ঈশ্বর হবে সম্বল।
বাড়ি গাড়ি পয়সা কড়ি সবই রবে পড়ে, সমন এলে যেতেই হবে সাধের দেহ ছেড়ে।