গাজীপুরে স্মার্টফোন ফোন উৎপাদন শুরু করেছে শাওমি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি বলা হয়, ম্যানুফ্যাকচারিং পার্টনার ডিবিজির সঙ্গে শাওমি স্থাপন করল নতুন এক স্মার্টফোন উৎপাদন কারখানা।কারখানাটিতে রেডমি সাব-ব্র্যান্ডের স্মার্টফোন দিয়ে ফোন উৎপাদন শুরু হয়েছে। এটি আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বাজারে ছাড়ার পরিকল্পনা আছে। এরপর ধীরে ধীরে শাওমির অন্য স্মার্টফোনের পাশাপাশি পোকোর ফোনও তৈরি হবে এই কারখানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাওমি বাংলাদেশ প্রতি বছর প্রায় ৩০ লাখ স্মাার্টফোন তৈরি করবে।
এ উপলক্ষে আজ রাজধানীর বনানীর এক পাঁচতারকা হোটেলে বিশেষ আয়োজন করে ‘মেইড ইন বাংলাদেশ’ ঘোষণা করে শাওমি বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পখাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।