পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলাবাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম সহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা শ্রমিক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, এলজিইডি, গণপূর্ত, বনবিভাগ, ফায়ার সার্ভিস, পটুয়াখালী চেম্বার অব কমার্স, পরিবার পরিকল্পনা বিভাগ, জেলা কারাগার, জেলা মহিলা লীগ, জেলা শিক্ষা অফিস এবং সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলার সকল উপজেলা পর্যায়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনব্যাপী মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া-মিলাদ এবং সকাল দশটায় শিল্পকলা একাডেমিতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।