নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে ডিআইজি পদমর্যাদার ৩০ সদস্যদের নিয়ে চায়নার ০৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের অংশগ্রহণে ট্রেনিং কোর্স অন সেফ সিটি ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ০৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ।
উক্ত কর্মশালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে যোগ দিতে আগামীকাল ৭ সেপ্টেম্বর বরিশাল ত্যাগ করছেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম।উক্ত কর্মশালায় দেশের প্রত্যেকটি মেট্রোপলিটন পুলিশ থেকে কর্মকর্তারা যোগ দিবেন।পুলিশ স্টাফ কলেজ ঢাকাতে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে।উক্ত কর্মশালায় দেশের মেট্রোপলিটন সিটি সমুহ নিরাপত্তার অভিনব কৌশল, মেট্রোপুলিশী ব্যবস্থার ডিজিটালাইজেশন সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।