হেফাজতে ইসলাম কর্মীদের ‘নির্যাতনের’ ভিডিও আপলোড করলেন ইমরান খান

লেখক:
প্রকাশ: ৪ years ago

ফের বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সমালোচনা করতে গিয়ে নতুন করে লজ্জাজনক ঘটনা সৃষ্টি করেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ইমরান খান। ভিডিওতে ক্যাপশন হিসেবে লিখেন, ‘উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা’।

দেশটির খবরে বলা হয়েছে, ইমরান খান যে ভিডিও পোস্ট করেছেন সেটি বাংলাদেশের ২০১৩ সালের এক ঘটনার। ২০১৩ সালে ঢাকার শাপলাচত্বরের হেফাজতে ইসলাম কর্মীদের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা কর্মীদের সহিংসতার ভিডিও সেটি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী হেফাজতে ইসলাম কর্মীদের ওপর যে লাঠিচার্জ চালায় তার একটি ভিডিও।

এরপরই ইমরান খানের বিরুদ্ধে সমালোচনায় নামে ভারতীয়রা। তবে কিছুক্ষণ পরেই টুইটারে দেয়া সেই পোস্ট মুছে ফেলা হয়।

সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খান বাংলাদেশের সংঘর্ষের পুরনো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা।

হেফাজতে ইসলাম কর্মীদের ‘নির্যাতনের’ ভিডিও আপলোড করলেন ইমরান খান

ইমরান খানের দেয়া পোস্ট।

ইমরান খানের এমন পোস্টের জবাবে উত্তর প্রদেশের পুলিশ জানায়, এটি উত্তর প্রদেশের ঘটনা না। ২০১৩ সালে মে মাসে ঢাকায় ঘটে যাওয়া এক ঘটনার।

তবে এমন পোস্ট করার পর পাকিস্তানের পক্ষ থেকে পরবর্তীতে কোন মন্তব্য করা হয় নি।

এর আগেও দেশটির বিভিন্ন মন্ত্রী সামাজিক মাধ্যমে ভুল পোস্ট করে সমালোচনার মুখে পড়েন।