আমিও সাংবাদিক ছিলাম : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমিও এক সময় সাংবাদিক ছিলাম। এখন সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আসছে। এটা খুব ভালো দিক।

সোমবার দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় তার সঙ্গে আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। খাস কামরায় প্রধান বিচারপতির পাশে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ল’রিপোর্টার্স ফোরামের নেতারা এসময় তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলে প্রধান বিচারপতি সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এসময়  এলআরএফ সভাপতি আশুতোষ সরকার, সহ-সভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম-সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁয়া, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সাবেক দপ্তর সম্পাদক আরাফাত মুন্নাসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী থাকাকালীন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আইনবিষয়ক প্রতিবেদক ছিলেন।