হাতে সময় কম;প্রকল্প শেষ করুনঃপানি সম্পদ মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের চলমান প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার দুপুরে নগরীর বিআইপি কলোনীস্থ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এই দেশ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে। সব কার্যক্রম দৃশ্যমান হতে হবে। আমাদের সময় খুবই কম দ্রুত সময়ের মধ্যে চলমান প্রকল্পসমূহ যেকোনো মূল্যে সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই সচেষ্ট রয়েছেন।’ বরিশাল ও ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি মেনে নেয়া হবে না বলেও মন্ত্রী উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব কামাল, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (দক্ষিণ অঞ্চল) সাজিদুর রহমানসহ প্রকৌশলীরা।