সকলের অংশগ্রহণের মাধ্যমে মুখোমুখি কথা শুনে সেবা দানকারী ও গ্রহনকারী সেতুবন্ধনের দ্বারা জবাবদিহিতা নিশ্চিত কার্যক্রমই “ওপেন হাউজ ডে “।এখানে ভুক্তভোগীদের অগ্রাধিকার দেয়া হয়েছে এমনকি কোন পুলিশ সদস্য কর্তৃক কোন অন্যায় আচরণ পেলে তা সকলের সামনে প্রকাশের সুযোগ রয়েছে পুলিশ কমিশনার বিএমপি।
১৩ই জানুয়ারী বরিশাল কোতোয়ালি মডেল থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এ কথা বলেন।
পুলিশ কমিশনার বিএমপি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে আসতে হবে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিঃ উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আকরামুল হাসান, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী থানা বিএমপি রাসেল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।