শেবাচিমে পুলিশ প্রহরায় চলছে বোমারু শফিকের চিকিৎসা!

:
: ৭ years ago

পুলিশ প্রহরায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বোমা বানাতে গিয়ে হাতের কব্জি উড়ে যাওয়া বোমারু শফিকুল ইসলাম ওরফে আশিক সিকদারের। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব জানান, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজাদ সরদারের বাড়ির পাশে বসে বোমা তৈরি করছিলো শফিকুল। ওই সময় বোমা বিস্ফোরণে তার বাম হাত থেতলে কব্জি উড়ে যায়। প্রথমে তার পরিচয় গোপন করে আশিক নাম বলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত হওয়ার কথা রটিয়ে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে শফিকুল ইসলামকে আটক করে। কালকিনি থানা পুলিশের কাছে সোর্পদ করে। ওইদিন রাতেই পুলিশ প্রহরায় গুরুতর আহত শফিকুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা তৈরির সরঞ্জাম ও আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় বিস্ফোরক আইনে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন।