১৮অক্টোবর ‘শেখ রাসেল দিবস’-২০২১ উদযাপন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর বাবুগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে উক্ত প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রাশেদুল হক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম আল-হেলাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহা.আক্তার উজ জামান মিলন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পরিতোষ পাল, যুবলীগ নেতা আলমগীর বেপারি, কাইউম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর বাবুগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইতুল ইসলাম রাজিবসহ সংগঠনের সকল নেতাকর্মী।