শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ৪১ হাজার ২২২ কোটি টাকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও তথ্য-প্রযুক্তি খাতে বরাদ্দ ধরা হয়েছে মোট ৪১ হাজার ২২২ কোটি টাকা। এই বিভাগের পরিচলন খাতে গত বাজেটে মোট ৩৯ হাজার ৪১৪ কোটি টাকা বরাদ্দ ছিল।

এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরিচালন খাতে ১৪ হাজার ৭৭১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ১৯ হাজার ৬৯৬ কোটি টাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৫৩০ কোটি টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ২৮৫ কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে ৫ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ৩টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি বাজেট উপস্থাপন করতে শুরু করেন। পরে তিনি অসুস্থ বোধ করায় বাজেটের অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পরবর্তী অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ করেন।