শান্ত চত্বর জবি শিক্ষার্থীদের অন্যতম প্রাপ্তি

:
: ৩ years ago

অমৃত রায়,জবি প্রতিনিধি ::জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ শান্ত চত্বর। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ কে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির সামনে অবস্থিত ভাস্কর্যটি কে নামকরণ করা হয়েছে শান্ত চত্বর। যেখানে বসে শিক্ষার্থীদের আড্ডার জুড়ি নেই। ক্লাসের ফাকে হোক কিংবা ছুটির পর শিক্ষার্থীদের বসার জায়গা হিসেবে শান্ত চত্বর যেন আড্ডা মুখর পরিবেশের এক অন্যতম জায়গা।

কাঁঠাল চত্বর, মাসুক চত্বর, ক্যাম্পাসের সেকেন্ড গেইট অথবা বাহাদুর শাহ পার্ক আড্ডা দেওয়ার জায়গা গুলোতে জবি শিক্ষার্থীদের দারুণ জমে। তবে যত যাই হোক শান্ত চত্বরে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আমাদের প্রয়াতঃ সিধু মামার চা আর চানাচুর ভাজা যেমন আড্ডার মূল হোতা হয়ে দাঁড়ায় তেমনি বিবিএ ফ্যাকাল্টির নিচেও জমে ওঠে গানের আড্ডা। কখনো বা দেখা যায় ক্লাস শেষে ক্লান্ত বিকেল টা সেই আড্ডার মাঝে ডুবে থেকেও আনন্দ খোঁজে জবি শিক্ষার্থীরা। বিকেল কিংবা সন্ধ্যায় শান্ত চত্বরে আড্ডা জমে ওঠা টা স্বাভাবিক। ক্যাম্পাসের প্রধান ফটকে ঢুকে প্রথমেই যা নজরে পড়ে তা হলো একাত্তরের মুক্তিযুদ্ধ অর্থাৎ আমাদের কথায় শান্ত চত্বর। সারাদিনের খুব কম সময়ই দেখা যায় সে জায়গাটা খালি পাওয়া যায় । নবাগত শিক্ষার্থীদের সাথে আড্ডা দেয়া হোক কিংবা ক্যাম্পাস জীবনের পুরনো স্মৃতি স্মরণ করতে আশা প্রাক্তন শিক্ষার্থীরাই হোক, শান্ত চত্বরে যেন এক বিশাল সমারোহ জমে যায়। ক্লাসরুম সংকট, পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা সংকট থাকা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শান্ত চত্বর সব চাহিদার মাঝেও পাওয়া এক দারুণ প্রাপ্তি। ক্যাম্পাস খোলা থাকলে ডাবল ডেকার বাসের উপর-নিচে কিংবা টিএসসিতে যেমন আড্ডা বসে শান্ত চত্বর তেমন খালি পাওয়া খুবই মুশকিল। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতেও ক্যাম্পাসের আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীদের বসার জায়গা হিসেবে শান্ত চত্বর এখনো যেন এক প্রশান্তির জায়গা শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাস আর আড্ডা দেয়ার প্রিয় জায়গা হিসেবে শান্ত চত্বর এর জুড়ি নেই তার পাশাপাশি শান্ত চত্বর মুক্তিযুদ্ধের এক অনন্য চিত্রকে তুলে ধরে আমাদেরকে যেন দেয় স্বাধীনতার এক অনন্য চেতনা। শিক্ষার্থীদের পদচারণায় জমে ক্যাম্পাস আবারো হোক উল্লসিত, শান্ত চত্বর আবারও হোক হাসিমাখা শত শিক্ষার্থীর প্রিয় বসার জায়গা।