শতভাগ বৃত্তি পেয়েছে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

লেখক:
প্রকাশ: ২ years ago

স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ শিক্ষার্থী। গতকাল প্রকাশিত ফলে ওই ১৮ শিক্ষার্থীই পেয়েছিল বৃত্তি। এতে ১২ জন মৃধাবৃত্তি এবং বাকি ৬ জন সাধারণ কোটায় বৃত্তি। বরগুনার বেতাগী মডেল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এমন ফলাফল করেছে।

যদিও পরে স্থগিত করা হয়েছে প্রাথমিক বৃত্তির ফল। আজ বুধবার সংশোধিত ফল প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল ঘোষিত ফলাফলে দেখা গেছে, বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেতাগী পৌরসভার মধ্যে অবস্থিত।

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর ১২ জন ট্যালেন্টপুলে এবং ৬ জন সাধারণ কোঠায় বৃত্তি পেয়েছে। এই বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়।

এ বিষয়ে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জেসমিন আক্তার বলেন, ‘প্রতিবছর আমাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফল করে আসছে। ‘

ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাকসুদা আক্তার বলে এ বছর ঘোষিত বৃত্তি পরীক্ষার ফলাফলে আমাদের স্কুল থেকে বারটি ট্যালেন্টপুল ও ছয়টি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ওই ফলাফল অস্বাভাবিক। আমাদের স্কুলের সবাই মেধাবী।