#

লড়াই কাব্য

—————

কবিঃ রুবেল মাহমুদ।

—————

কিশের আবার জাত ভেদাভেদ

লড়াই কেন জাতে?

মানুষ হওয়ার লড়াই কর

সুখ আছে ভাই তাতে।।

 

কার দালালি কে করিবে

ব্যস্ত নিতে দিক্ষা,

এসব ভুলে লড়াই কর

নিতে আসল শিক্ষা।।

 

বাড়ি আছে গাড়ী আছে

আছে হাতে অস্ত্র,

চেয়ে দেখ পথ শিশুর

গায়ে নাই বস্ত্র।।

 

ধর্মের তর্কে তুমুল কেন

শ্মশান আর কবরস্থান?

এসব ভুলে হোক না লড়াই

নিয়ে বাসস্থান।।

 

অযথাই বাড়াবাড়ি চলছে মারামারি

ভিন্ন ধর্মে,

কেন তুমি ভুলে যাও পরিচয় পাওয়া যায়

মানুষের কর্মে।।

——————-

 

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন