র‌্যাবের ফাঁদে জোড়া ‘খুনের’ আসামি

লেখক:
প্রকাশ: ৭ years ago

সিলেটের কোম্পানিগঞ্জে জোড়া খুনের মামলার আসামি জমির উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তার নাম মো. জমির উদ্দিন (৪৮)। তিনি কোম্পানিগঞ্জের ভেকিমুরার পাড় গ্রামের মৃত মহররম আলীর ছেলে।

সিলেট নগরীর আম্বখানার ডিঙি রেস্টুরেন্টের সামনে থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জের শিমুলতলা নোয়াগাঁও এলাকার দুলহাইন জলমহাল নিয়ে অগ্রগামী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হক সরকার ও তোরাব আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১৫ সালের ৩১ অক্টোবর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে জলমহালের পাহারাদার আব্দুল খালিদ ও শেখ ফরিদ ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও অন্তত ১২ জন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম প্রধান আসামি জমির উদ্দিন। তাকে কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জমান।