সিলেটের কোম্পানিগঞ্জে জোড়া খুনের মামলার আসামি জমির উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৯। তার নাম মো. জমির উদ্দিন (৪৮)। তিনি কোম্পানিগঞ্জের ভেকিমুরার পাড় গ্রামের মৃত মহররম আলীর ছেলে।
সিলেট নগরীর আম্বখানার ডিঙি রেস্টুরেন্টের সামনে থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জের শিমুলতলা নোয়াগাঁও এলাকার দুলহাইন জলমহাল নিয়ে অগ্রগামী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হক সরকার ও তোরাব আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১৫ সালের ৩১ অক্টোবর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে জলমহালের পাহারাদার আব্দুল খালিদ ও শেখ ফরিদ ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও অন্তত ১২ জন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম প্রধান আসামি জমির উদ্দিন। তাকে কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জমান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com