রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান ঈদ জামাত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার নগরভবনে ঈদ জামাতের প্রস্তুতিবিষয়ক সভায় তিনি এ কথা জানান। মেয়র বলেন, এবার নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে ঈদগাহ ও আশপাশের এলাকা। ঈদ জামাতের প্যান্ডেলে একসঙ্গে ৮৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এ ছাড়া আবহাওয়া ভালো থাকলে জাতীয় ঈদগাহ মাঠের সামনের সড়কের মৎস্য ভবন, প্রেস ক্লাব থেকে পল্টন এবং আশপাশের সড়কেও নামাজ পড়া যাবে। ছয় হাজার নারীও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া মুসল্লিদের ওজু ও খাবার পানি, টয়লেটসহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য থাকবে বিশেষ মেডিকেল টিম। সভায় গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ওয়াসা, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।