গায়ের ঘামের কি দাম দিলে?

লেখক:
প্রকাশ: ৫ years ago

গায়ের ঘামের কি দাম দিলে?
কাব্য চাষাঃ রুবেল মাহমুদ।
————————–
দিন রাত কষ্ট করে
কাজ করে যাই জনম ধরে।।

গায়ের ঘামের কি দাম দিলে?
হিসেব আমার নাহি মিলে।।

কি দাম’ই-বা দিবে আমায়
মালিক বাবু নিজেই অসহায়।।

কাজ আদায়ে ষোলো আনা
মূল্য দেয়ায় তানা-না-না।।

আর কতকাল গরিব মেরে
নিজের পকেট নিবে ভরে?

বিবেক পোড়া ও মহাজন
হওনা তুমি একটু নরম।।

দামের থেকে একটু বেশি
চায়না- মজুর,শ্রমিক,চাষি।।
————————–