যুবকের দেহ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশালে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মাইনুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার নগরীর গোরস্থান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নগরীর গোরস্থান রোডের দেব কুমার লেনের তন্ময় জেনারেল স্টোর্সের সামনে থেকে মাইনুলকে সন্দেহভাজন ভাবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করা হলে ২৫টি নীল পলিথিনের মধ্যে ২শ’ পিস করে মোট ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মানিক নামের অপর এক ব্যক্তি পালিয়ে যায়। মাইনুল কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা থেকে বরিশালে লঞ্চযোগে আসে। এরপর বরিশাল থেকে বাসযোগে আগৈলঝাড়ার সেরাল এলাকার মানিকের কাছে হস্তান্তরের কথা ছিল। মাইনুলের বাড়ি কক্সবাজারের টেকনাফে। এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাসির উদ্দিন, সহকারী কমিশনার ফরহাদ সরদার, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ মো: আওলাদ হোসেন প্রমুখ।