যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে

লেখক:
প্রকাশ: ৩ years ago

যুক্তরাষ্ট্রে রেকর্ড ছাড়িয়েছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন দৈনিক সংক্রমণের গড় ২ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে দৈনিক নতুন সংক্রমণ দ্বিগুণের বেশি বেড়েছে। এর আগে মধ্য জানুয়ারি নাগাদ দৈনিক সংক্রমণের গড় আড়াই লাখ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে গত সাত দিনে সংক্রমণের গড় তিন লাখের বেশি ছিল। শুধু বুধবারই চার লাখ ৮২ হাজার ৪০০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

ওয়াশিংটন পোস্ট নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করে জানিয়েছে, হাসপাতালগুলোতে করোনার সংক্রমণ নিয়ে দৈনিক শিশু ভর্তির গড় এক হাজার ২০০ ছাড়িয়েছে।

অবশ্য এর মধ্যেও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, যারা টিকার দুই বা তিন ডোজ নিয়েছেন তাদের ক্ষুদ্র আকারে জমায়েত নিষিদ্ধ করার প্রয়োজন নেই।