মুনিম-মৃত্যুঞ্জয়দের আরও বাজিয়ে দেখার পক্ষে তামিম

:
: ২ years ago

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজরকাড়া পারফরম্যান্সে আলোচনায় এসেছেন বেশ কয়জন তরুণ। তাদের মধ্যে জোরেশোরে উচ্চারিত হচ্ছে মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরীদের নাম। তবে এই তরুণদের এত দ্রুত বিচার করতে চান না তামিম।

তামিমের চাওয়া, প্রতিভাবান তরুণদের যেন আরও সুযোগ দেওয়া হয়। অন্তত আগামী বিপিএল পর্যন্ত অপেক্ষার প্রত্যাশা ওয়ানডে অধিনায়কের।

তামিম বলেন, ‘কিছু ভালো ভালো পারফরম্যান্স আছে। কিন্তু আমি কখনই ৩-৪-৫ ম্যাচ দেখে বিবেচনা করতে চাই না। এ বছর ভালো করে কেউ যদি আগামী বছরও সেটা ধরে রাখতে তখন এ নিয়ে কথা বলা যায়।’

তামিমের মতে, এক টুর্নামেন্ট দিয়ে কাউকে বিচার করার সুযোগ নেই। তিনি বলেন, ‘২-৩-৪ ম্যাচ যে কারও ভালো যেতে পারে বা খারাপ যেতে পারে। এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। সবাই আমাদেরই খেলোয়াড়। সময় গেলে সবাই বুঝতে পারবেন, কারা এক্স ফ্যাক্টর। এখন মন্তব্য করা খুব দ্রুত হয়ে যাবে।’

মুনিম-মৃত্যুঞ্জয়দের আরও বাজিয়ে দেখার পক্ষে তামিম
বিপিএলে নজর কেড়েছেন মৃত্যুঞ্জয়ের মত তরুণরা।
বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক দিয়ে বেশ উজ্জ্বল ছিলেন তামিম। তার ব্যাটে যেন ছিল রানের ফোয়ারা। তবে দল প্লে-অফে উঠতে না পারায় ব্যক্তিগত অর্জন রঙ হারিয়েছে।

তামিম বলেন, ‘আমার জন্য ঠিক ছিল। তবে ১৩-১৪ বছর খেলার পর ব্যক্তিগত পারফরম্যান্স আর ম্যাটার করে না। আমি যে রান করেছি তার অর্ধেক যদি করতাম আর তাতে সেমিফাইনালে খেলতে পারতাম ওটা আমার জন্য বড় পাওয়া হত। দল হিসেবে খুব ভালো খেলতে পারিনি, এটা হতাশাজনক।’

‘তবে এই ফরম্যাট এমনই। আমাদের কাছে সুযোগ ছিল না এমন না। সুযোগ ছিল, আমাদের কারণেই আমরা বাদ পড়েছি। তবে যে চার দল শীর্ষে আছে তারা এর যোগ্যতা রাখে। যারা সবচেয়ে বেশি ডিজার্ভ করেছে তারাই খেলছে।’