মাটির নিচে মিলল ১১ কোটি টন স্বর্ণ!

:
: ৬ years ago

ভারতের রাজস্থানে প্রচুর স্বর্ণের খোঁজ পেয়েছে ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের বিজ্ঞানীরা। অনুমান রাজস্থানের বাঁসবাড়া ও উদয়পুর জেলায় মোট ১১ দশমিক ৪৮ কোটি টন স্বর্ণ মজুত রয়েছে। শুক্রবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের মহানির্দেশক এন কুটুম্বা রাও। তিনি জানিয়েছেন, উদয়পুর ও বাঁসবাড়া জেলার ভুকিয়া ডোগরায় এই স্বর্ণের ভাণ্ডারের সন্ধান মিলেছে। খবর জিনিউজ বাংলার।

এ মহাপরিচালকের কথায়, ইতিমধ্যে রাজস্থানে ৩৫.৬৫ কোটি টন সিসার সন্ধান মিলেছে। এছাড়া ২০১০ সাল থেকে এখনো প‌র্যন্ত ৮.১১ কোটি টন তামার সন্ধান মিলেছে রাজস্থানে।

এছাড়া রাজস্থানের সিরোহি জেলায় আরও খনিজের সন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি। পটাশ ও গ্লুকোনেটের মতো খনিজের জন্য সওয়াই মাধোপুরে খননকাজ চলছে বলে জানিয়েছেন কুটুম্বা রাও।