‘ভারতীয় বিবৃতি শান্তির জন্য হুমকি’

লেখক:
প্রকাশ: ৭ years ago

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, ভারতের নেতৃত্ব সম্প্রতি ইসলামাবাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য হুমকি।

শুক্রবার পাকিস্তান জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে এক লিখিত বিবিৃতিতে খাজা আসিফ বলেন, কাশ্মিরসহ ভারতের সাথে সব ইস্যুর টেকসই সমাধান চায় ইসলামাবাদ। তবে, ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশ্মির সংকট বড় রকমের বাধা বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে সই হওয়া চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, সংলাপের মধ্য দিয়ে দু’দেশ দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করবে কিন্তু দুঃখজনক হচ্ছে যে, ভারত কখনো আমাদের আহ্বানে ভালোভাবে সাড়া দেয় নি যাতে দুই প্রতিবেশীর মধ্যে আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়।

তিনি আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দিন দিন বেড়ে চলা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এ বিবৃতিতে জানিয়েছেন, শুধু ২০১৮ সালেই সীমান্তে ১৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত।