#

বরিশাল মেট্টোপলিটন এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন, নারী নির্যাতন, অপহরন ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত মামলাগুলোর অভিযোগপত্র দাখিলের শতকরা হার বেড়েছে। পাশাপাশি চুড়ান্ত রিপোর্ট দাখিলের হার ক্রমান্বয়ে কমেছে। এছাড়া যথাযথ তদন্তের কারণে মিথ্যা মামলা রুজুর প্রবনতা কমছে।

রোববার বদলিজনিত কারণে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন এর বিদায় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তার দায়িত্বকালে বরিশালে একটি ডাকাতি হয়েছে। যা নিস্পত্তির পথে আছে। ১০টি দস্যুতার মামলা দায়ের হয়েছে। যার চার্জশীট দাখিল শতভাগ করা হয়েছে। বরিশাল মেট্টোপলিটন পুলিশের অফিসাস্ কোয়াটারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ পুলিশ কমিশনার গোলাম রউফ মিয়া, মোয়াজ্জেম হোসেন ভূঞা, উত্তম কুমার পাল, বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, কাজী আবুল কালাম আজাদ, এটিএন বাংলার হুমায়ুন কবির, যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, কাজী আল মামুন, ফেরদৌস সোহাগ, রাহাত খান প্রমুখ।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন