ঐতিহ্যবাহি সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পালসহ অন্যান্য শিক্ষকরা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় কলেজের সাংষ্কৃতিক সংগঠন উত্তরন, সংস্কৃতি পরিষদ ও ব্রজমোহন থিয়েটারের কর্মীরা নাচ, গান ও নাটক প্রদর্শন করেন। অনুষ্ঠানস্থল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।