বাংলাদেশের হয়ে একমাত্র ৫০০ উইকেট শিকারি বোলার আব্দুর রাজ্জাক

লেখক:
প্রকাশ: ৭ years ago

আব্দুর রাজ্জাক এখন বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র ৫০০ উইকেট শিকারি বোলার। দ্বিতীয় সেরা এনামুল হক জুনিয়রের শিকার ৪৩৮ উইকেট।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায় দক্ষিণাঞ্চলের হয়ে নিজের ১১৩তম প্রথম শ্রেণির ম্যাচে মাঠে নেমেছিলেন রাজ্জাক। মধ্যাঞ্চলের ইনিংস চলাকালে বল হাতে যখন দৌড়াচ্ছেন, তখন সবারই উৎসুক চোখগুলো ছিল এই বর্ষীয়ান স্পিনারের ওপর।

প্রথম তিন ওভার হাত ঘুরিয়ে আসেনি কোনো সাফল্য। বেশখানিকটা সময় অপেক্ষা করে শেষপর্যন্ত সাদমান ইসলামকে নিজের ৫০০তম শিকার বানিয়ে রাজ্জাক গড়েন অনন্য কীর্তি। এখন পর্যন্ত বাংলাদেশের আর কোনো বোলার গড়তে পারেননি এই রেকর্ড।

বিকেএসপির মাঠে ৫০০ উইকেট তুলে নেওয়া রাজ্জাক ইনিংসে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন ৩০ বার। ম্যাচে সবচেয়ে বেশিবার ১০ উইকেট প্রাপ্তির রেকর্ডটাও রাজ্জাকের ঝুলিতেই, আট বার। ছয় ম্যাচে ৩৮ উইকেট নেওয়া রাজ্জাক ছিলেন গতবারের বিসিএলে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।

জাতীয় দল থেকে বলা চলে এক প্রকার ব্রাত্যই হয়ে পড়েছেন একটা সময়ে দলের অন্যতম প্রধান স্পিনার আব্দুর রাজ্জাক। সাদা পোশাকের জার্সিতে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন ১২ ম্যাচে। মাত্র ২৩ উইকেট জানান দিচ্ছে টেস্টে সফলতাটা তেমন একটা ধরা দেয়নি তাঁর ঝুলিতে। তবে ওয়ানডেতে বছর দুই আগেও ছিলেন সর্বোচ্চ উইকেটের মালিক। ১৫৩ ওয়ানডেতে রাজ্জাকের সংগ্রহ ২০৭ উইকেট।

দিন কয়েক আগে রাজ্জাকেরই বিভাগীয় দল খুলনার সতীর্থ তুষার ইমরান গড়েছেন ১০ হাজার রানের অনন্য রেকর্ড।