#

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৬৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম হেরোইন ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার দিনভর মাদকবিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন