বরিশাল সিটি কর্মকর্তার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

:
: ৩ years ago

বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তার মোটরসাইকেল চুরির দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত চোরকেও গ্রেফতার করা হয়েছে।

তার নাম মৃদুল হাসান (২২)। তিনি নগরীর আলেকান্দা কাজীপাড়া এলকার আলমগীর হোসেনের ছেলে।

রবিবার রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার ও অভিযুক্ত চোরকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)- এর মিডিয়া সেল সদস্য ওবায়দুর রহমান জানান, গত ৩০ জুলাই রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড ধোপাবাড়ি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সিটি করপোরেশনের কর্মকর্তা ছাইদুর রহমান খানের ব্যবহৃত মোটরসাইকেল (হোন্ডা শাইন ১২৫ সিসি) চুরি হয়।

এ ঘটনায় পরদিন ৩১ জুলাই কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণের সহায়তায় ২৮ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকা থেকে ওই মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত চোরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মৃদুল আরও কোনও মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।