বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ৯ কেন্দ্রে চলছে গণনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ৯টি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এসময় কেন্দ্রগুলোতে জাল ভোট দেয়ার অভিযোগ ছাড়া আর তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।

একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, বৃষ্টির মধ্যেও কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন ছিল। তবে কেন্দ্রগুলোর বাইরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ১৭ নম্বর ওয়ার্ডের সিটি কলেজ কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে সবুজ মোল্লা নামক এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ভোটগ্রহণের দিন কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগে ১৬ কেন্দ্রের ফল স্থগিত হয়েছিল। পরে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত শেষে ৯ কেন্দ্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। এ ৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটে ৭টি সাধারণ ওয়ার্ড ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে।

ভোটগ্রহণ করা কেন্দ্রগুলো হলো, ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), ১৭ নম্বর ওয়ার্ডের সরকারি মহিলা কলেজ (মহিলা) ও সিটি কলেজ (পুরুষ), ২২ নম্বর ওয়ার্ডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পুরুষ) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মহিলা), ২৩ নম্বর ওয়ার্ডের আরএম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ২৪ নম্বর ওয়ার্ডের রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ), ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র।