বরিশাল নগরীর বাজার রোড এলাকায় শিকারপুর পোল্ট্রি নামে একটি মুরগির দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ সময় দোকানে ও গোডাউনে থাকা প্রায় ৫ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৯ জুন) ভোরে সর্ট সার্কিটের কারণে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। দোকানের মালিক শেখ মো. ইউসুফ দাবি করেন- বৃহস্পতিবার (২৮ জুন) তিন ট্রাক ভর্তি মুরগি কিনে দোকানে ও দোকানের পেছনে গোডাউনে রাখা হয়।
রাতে অগ্নিকা-ে প্রায় ১২ লাখ টাকার মুরগি পুড়ে গেছে। বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস জানান, শহরের বাজার রোড এলাকায় একটি মুরগির দোকানে সর্ট সার্কিটের কারণে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
তবে অগ্নিকা-ে কতো গুলো মুরগি পুড়েছে তার হিসেব সঠিকভাবে করা হয়নি। অগ্নিকা-ের ঘটনায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।’