বরিশালে সাংবাদিকদের সিআরসি,সিডও ও মীনা বিষয়ক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালে দুইদিন ব্যাপি সাংবাদিকদের জন্য সিআরসি, সিডও ও মীনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনষ্ঠিত।
আজ বুধবার শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তন সভা কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূরক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের (৫ম) প্রর্যায়ের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্সপার্সন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গনযোগাযোগ ও সাংবাদিককতা বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক যমুনা টেলিভিশনের উপস্থাপক রাহাত মিনহাজ উদ্দিনের সেশন পরিচালনা কালে সুন্দর দৃষ্টি ভঙ্গিমায় শিশু ও নারী বিষয়ের উপর রিপোটিংকালে নিজস্ব দৃষ্টি ভঙ্গির পরিবর্তনের মাধ্যমে রিপোর্ট প্রকাশ করার কথা বলেন।

এসময় তিনি আরো বলেন শিশু ও নারী বিষয়ের রিপোটিংকালে আগে থেকেই বিষয় নির্বাচন করে মাঠ প্রর্যায়ে তথ্য সংগ্রহ করার আহবান জানান।
প্রশিক্ষনে অংশ নেয়া সাংবাদিকদের তিনি আরো বলেন কোন সংবাদের মাধ্যমেই যেন সমাজের উপর বিরুপ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রেখেই শিশু ও নারী বিষয়ে তথ্য সমৃদ্ব করা রিপোর্টের সংক্ষা বৃদ্বি করার জন্য বলেন।
অনুষ্ঠন সঞ্চলনা করেন সমন্বয়কারী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক, রাফিজা রহমান।