বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে ২৮ প্রার্থী

:
: ৩ years ago

বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের নির্বাচনে ২৮ জন প্রার্থীর মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এবারের নির্বাচনে ৬টি পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। এবার মোট ভোটার ৮৬২ জন।

 

নির্বাচনের সদস্য সচিব ফিরোজ মাহমুদ খান জানান, যাদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে তারা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন।

এছাড়াও বিএনপির সম্পাদক পদে দুইজন প্রার্থী রয়েছেন। তারা হলেন অ্যাডভোকেট মির্জা রিয়াজ হোসেন ও অ্যাডভোকেট শেখ হুমায়ুন কবির মাসউদ।

সহ-সভাপতি পদে অ্যাডভোকেট লীলা রানী চক্রবর্তী, অ্যাডভোকেট অসীম কুমার বাড়ৈ, অ্যাডভোকেট মেহেদি হাসান শাহীন, অ্যাডভোকেট সালাউদ্দিন সিপু, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু, অ্যাডভোকেট মো. আবদুল মালেক মিয়া,

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট এসএম আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট সুমন চন্দ্র হালদার, অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, সদস্য পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম খলিফা, অ্যাডভোকেট মো. নুরে হাসান, অ্যাডভোকেট মো. ফিরোজ আলম সিকদার, অ্যাডভোকেট এস এম তৌহিদুর রহমান সোহেল,

অ্যাডভোকেট কাজী মাহমুদা, অ্যাডভোকেট মো. শাহিন উদ্দিন মিয়া, অ্যাডভোকেট মো. হারুন আর রশিদ, অ্যাডভোকেট আ. রহমান চোকদার, অ্যাডভোকেট মো. কামরুল হাসান মুসা, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট মো. রেজাউল হক, অ্যাডভোকেট সাইদ মোর্শেদ মামুন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট ওবায়েদুউল্লাহ সাজু, সদস্য সচিব অ্যাডভোকেট ফিরোজ মাহমুদ খান।

সদস্য হিসেবে রয়েছেন- অ্যাডভোকেট শাহনুর খানম, অ্যাডভোকেট সামসুজ্জামান সোহেল, অ্যাডভোকেট আইনুল উদ্দিন সিকদার,

অ্যাডভোকেট এনাজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মেজবা উদ্দিন সুরুজ, অ্যাডভোকেট সানজিদা খানম মৌরি, অ্যাডভোকেট আরিফুল রহমান সিকদার রাসেল।