বরিশালে ১১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

খবর বিজ্ঞপ্তি ॥ আলোকিত কোরআন ১১ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২১ এ বরিশাল বিভাগীয় পর্যায়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২ শতাধিক হাফেজের কুরআন প্রতিযোগী চাঁদমারী এছাহাক্বীয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা ভবনে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এইচ এম মাহমুদুল হাসান আনসারী, বিচারক হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাও. মুনিরুজ্জামান, হাফেজ মাও. জাকির হোসাইন, হাফেজ মাও. আব্দুল্লাহ আল মামুন, মাও. মুফতী এম এ আব্দুস সালাম, হাফেজ মাও. জাকির হোসাইন, মাও. আব্দুল্লাহ আল মামুন, মাও. মুফতী এম এ আব্দুস সালাম, মাও. রেজাউল করিম, হাফেজ মো. হানিফ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক গণ উপস্থিত ছিলেন। এ সময় তিন জনকে বিভাগীয় পর্যায় পুরস্কৃত করা হয়।

 

১ম স্থান অদিকার করেন হাফেজ ওবায়দুল্লাহ আল ইমন, নেছারাবাদ আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা নেছারাবাদ ঝালকাঠি, ২য় স্থান অধিকার করেন হাফেজ আতিক উল্লাহ, দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদাসা বরিশাল, ৩য় স্থান অধিকার করেন হাফেজ হিজবুল্লাহ চাঁদমারী এছাহাক্বীয়া মোহাম্মাদিয়া মাদ্রাসা বরিশাল, ৪র্থ স্থান অধিকার করেন মুয়াজ বিন মাহবুব সওতুল কুরআন নূরানী হাফিজি মাদ্রাসা পিরোজপুর। ১৪ জন ইয়েস কার্ড পেয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন।