বরিশালে সাংবাদিকদের সাথে আশার মতবিনিময়

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি সংস্থাসহ সবাইকে নিয়ে নারী-পুরুষকে দক্ষজনশক্তি তৈরিতে একযোগে এগিয়ে যেতে হবে। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবো। এজন্য দুর্যোগপ্রবণ এলাকার প্রান্তিক মানুষদের উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।

এছাড়া অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য সুদ মুক্ত শিক্ষা ঋণ চালু করতে হবে। বরিশাল সদর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এনজিও আশা’র উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাকালে তিনি একথা বলেন।

সভা শেষে আশার সদস্যদের অবসর, বিমাদাবি পরিশোধ বাবদ , চিকিৎসা সহায়তা বাবদসহ বিভিন্ন ভাতা প্রদান করেন আশা কর্তৃপক্ষ।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সভার সভাপতিত্ব করেছেন আশা-এর বরিশাল ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম।