“ভ্যাট দিচ্ছে জনগন, দেশ হচ্ছে উন্নয়ন এ শ্লোগান নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলার উৎপাদন, সেবা ও ব্যক্ষসা খাতে তিন ক্যাটাগড়িতে সর্ব্বোচ ভ্যাট প্রদানকারী ১৪টি প্রতিষ্ঠানকে সর্ব্বোচ সম্মাননা প্রদান করেছে কাস্টমস, এক্্রাইজ ও ভ্যাট কমিশনারেট । বুধবার সকাল ১১টায় নগরীর বান্দরোডস্থ সাউথ গেট বল রুম হোটেল গ্রান্ড পার্কে সর্ব্বোচ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিশনার কাস্টমস, এক্্রাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা-কে এম অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্ব্বোচ ভ্যাট প্রদানকারী সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান বলেছেন বাংলাদেশ সরকার আজ বিশ্বে দেখিয়েছে নিজস্ব অর্থায়নে পদ্বা সেতু,পায়রা বন্দরের মত উন্নয়ন মুলক কাজ আমরাও করতে পারি। দেশের জনগন উন্নয়নের ক্ষেত্রে ভ্যাট ও কর সময় মত প্রদান করে তাহলে এদেশ বিশ্বের অন্য উন্নয়নশীল দেশ গুলোর চেয়ে কোন অংশে পিচিয়ে থাকবে না। তাই আমাদের প্রতিটি নাগরীকের উচিৎ দেশকে উন্নয়নশীল পরিনত করতে সকলকে সময় মত কর ও ভ্যাট প্রদান করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাস্টমস এক্্রাইজ ও ভ্যাট(আপিল)কমিশনারেট ড.আঃ মন্নান সিকদার, বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বরিশাল কর কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ জাহিদ হাসান, বরিশাল চেম্বার্স অব কমার্স সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু প্রমুখ। পরে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান বরিশালের ঔষদ উৎপাদন কারী প্রতিষ্ঠান কেমিস্ট ল্যাবরোটরির পরিচালক মসিউর রহমান সহ উৎপাদন, সেবা ও ব্যাবসা ক্ষেত্রে অবদান এবং সর্ব্বোচ ভ্যাট প্রদানকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এসময় কাস্টমস, এক্্রাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে বরিশাল বিভাগের ৬ জেলার চেম্বার্স অব কমার্স সভাপতিদের হাতে ক্রেস্ট প্রদান করার মধ্যে দিয়ে তাদেরকেও সম্মাননা প্রদান করা হয়।