বরিশালে লুৎফুর রহমান মডেল (ক্যাডেট) মাদরাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৩ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বরিশাল নতুল্লাবাদ লুৎফুর রহমান মডেল (ক্যাডেট) মাদরাসার আয়োজনে। মাদরাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রফেসর এ. কে. এম সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য বরিশাল জেলা পরিষদ আলহাজ্ব মোঃ আওরঙ্গজেব হাওলাদার, সাবেক চেয়ারম্যান কাশিপুর ইউনিয়ন পরিষদ বরিশাল আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু, সভাপতি সিদ্দীকী জামে মসজিদ নতুল্লাবাদ বরিশাল আলহাজ্ব সফিউল রহমান পান্না, জোনাল হেড অব ইসলামিক ব্যাংক লিঃ খুলনা ফয়জুল করিম, প্রতিষ্ঠাতা ও পরিচালক লুৎফুর রহমান মডেল (ক্যাডেট) মাদরাসা নতুল্লবাদ অধ্যাপক এ.কিউ.এম আবদুল হাকীম মাদানীসহ বিভিন্ন অতিথিরা, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মডেল (ক্যাডেট) মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সরকারি এবং প্রতিষ্ঠানের বৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরে অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। প্রধান অতিথি বলেন, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মাদরাসার শিক্ষার্থীরা সমান ভাবে ভুমিকা পালন করছে। তারা এখন দেশের সার্বিক উন্নয়নে ভুমিকা রাখছে, সরকারি মাদরাসা শিক্ষা বিস্তারে কাজ করছে।