আজ ২২ মার্চ রবিবার দিনভর জেলা প্রশাসক বরিশাল ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল মহানগরীতে দুইটি এবং দশটি উপজেলায় উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে ১০টি টিম মোট ১২ টি মোবাইল কোর্ট টিমের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্যকারী বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ব্যক্তিদের বিরুদ্ধে এবং করোনা ভাইরাসকে পুঁজি করে মাস্ক, স্যানিটাইজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ সারাদিন অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোর দায়ে ১ জন প্রধান শিক্ষক কে ৩ দিনের জেল এবং কয়েকটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। সকাল থেকে বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ধারাবাহিকতায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ এ অভিযান পরিচালনা করা হয়। এ আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টার চলছে এমন অভিযোগের ভিত্তিতে আজ ২২ মার্চ সকাল ১১ টার দিকে বরিশাল নগরীর বাকলার মোড় মোহনা ক্লাব সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলায় কিছু শিক্ষার্থীদের কোচিং করাচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ এমন কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রধান শিক্ষক টাউন মাধ্যমিক বিদ্যালয় মৃম্ময় বেপারী-কে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি সদর রোড এলাকায় অভিযান চালিয়ে এ্যাপল ডায়াগনস্টিক কমপ্লেক্স এর নিচে রাজিয়া মেডিকেল হলকে অধিক মূল্যে মাক্স বিক্রয় করার অপরাধে মোঃ রাসেলে কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেনু অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে কোতোয়ালি মডেল থান পুলিশের একটি টিম ও স্যানিটারি অফিসার।
এদিকে অপর একটি মোবাইল কোর্ট টিম বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। করোনা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে কেউ যাতে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য অন্যান্য দিনের ন্যায় নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তোগীর। নগরীর বাংলাবাজার এলাকার কাঁচাবাজারে অভিযান চালান এসময় তিনি বাজার মূল্যের স্বাভাবিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি নগরীর রূপাতলি বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে পণ্যের উচ্চমূল্য রাখার অভিযোগে দুই মুদি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম। বিকেল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলার প্রাদিশীবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম। বাজারে পণ্য উচ্চমূল্যে বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে একজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উজিরপুর উপজেলার হারতা বাজার, সাতলা বাজার ও দক্ষিণ নাথারকান্দি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উজিরপুর জয়দেব চক্রবর্তী।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে ২ জন ব্যবসায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পাশাপাশি সরকারের নির্দেশ অমান্য করে জনসমাগম করিয়ে সন্তানের সুন্নাতে খতনা অনুষ্ঠান সম্পন্ন করে জীবন বিপন্নকারী রোগের সংক্রমনে অবহেলাজনিত কার্য করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মরিয়ম বেগম কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া অন্যান্য উপজেলায় বিদেশফেরত প্রবাসী ও ব্যক্তিদের তালিকা অনুযায়ী সরেজমিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং করোনাভাইরাস কে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার অস্থিতিশীল করে তুলতে না পারে সে লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।