হোম প্রচ্ছদ রংপুর অঞ্চলের খাশির হালিম তৈরির সহজ রেসিপি

রংপুর অঞ্চলের খাশির হালিম তৈরির সহজ রেসিপি

525
0
#

এটা রংপুর অঞ্চলের খাশির হালিমের একটি রেসিপি। রমজানে বৈশাখী হোটেলের হালিম ছাড়া ভাবাই যায় না। যারা হালিম খেতে ভালবাসেন তারা ট্রাই করে দেখতে পারেন।
(রেসিপি ক্রেডিটঃ মুন মুন হোসেন )


Ingredients

  • মাংসের জন্য
  • ছাগলের পায়া আর হাড়যুক্ত মাংসঃ ১ কেজি
  • আদা বাটাঃ ১ টেঃ চামচ
  • পেঁয়াজ কুচিঃ ১/২ কাপ
  • রসুন বাটাঃ ২ চা চামচ
  • সরিষার তেলঃ ১ কাপ
  • হলুদ গুঁড়াঃ ১ চা চামচ
  • মরিচ গুঁড়াঃ ১ চা চামচ
  • ধনে গুঁড়াঃ ১/২ চা চামচ
  • জিরা গুঁড়াঃ ১ চা চামচ
  • গরম মশলার গুঁড়াঃ ১ চা চামচ
  • পেঁয়াজ বাটাঃ ৪ টেঃ চামচ
  • লবণঃ পরিমাণমতো
  • আস্ত মশলাঃ পরিমাণমতো
  • হালিমের জন্য
  • পাঁচমিশালী ডালঃ ২ কাপ
  • গমঃ ১/৪ কাপ
  • পোলাওয়ের চাল আধা ভাঙ্গাঃ ১/৪ কাপ
  • লবনঃ পরিমাণমতো
  • হলুদ গুঁড়াঃ ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়াঃ ১/২ চা চামচ
  • কাঁচামরিচ কুচিঃ ৩-৪ টা
  • ধনেপাতা কুচিঃ ২ টেঃ চামচ
  • পুদিনা পাতা কুচিঃ ১ মুঠ
  • আদা বাটাঃ ১ টেঃ চামচ
  • ঘিঃ ২ টেঃ চামচ
  • পেঁয়াজ কুচিঃ ২ টেঃ চামচ
  • শুকনা মরিচ আস্তঃ ২ টা
  • লেবুর রসঃ পরিমাণমতো
  • তেজপাতাঃ ২-৩ টা
  • হালিমের মশলাঃ ১ টেঃ চামচ
  • বেরেস্তাঃ ১/২ কাপ
  • পরিবেশনের জন্য
  • লেবু স্লাইস
  • আদা কুচি
  • পুদিনাপাত কুচি
  • পিঁয়াজ স্লাইস পরিমাণমতো
  • কাঁচা মরিচ কুচি
  • বেরেস্তা

Steps

  • মাংস প্রস্তুতি
  •  Step 1

    প্রথমে হাড় সহ মাংস টুকরা করে ধুয়ে উপরের সব উপকরণ বেরেস্তা ছাড়া মাংসে দিয়ে মাখিয়ে নিয়েছি ।

  •  Step 2

    তেল গরম করে পেয়াজ হালকা বাদামি হলে মাংস দিয়ে কষিয়ে অল্প গরম পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি।

  • হালিম প্রস্তুতি
  •  Step 1

    প্রথমে ,গম ভেজে গুঁড়া করে পানি দিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রেখেছি।

  •  Step 2

    ডাল ২-৩ ঘণ্টা ভিজিয়ে রেখেছি।

  •  Step 3

    এবার পরিমাণমতো পানি, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, চাল ,গম সব একসঙ্গে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি চুলায়।

  •  Step 4

    ডাল সিদ্ধ হয়ে এলে ঘুটে বা ব্লেন্ড করে নিতে হবে । এতে ডাল মিহি হয় ।

  •  Step 5

    এবার পাত্রে ঢেলে নিয়ে রান্না করা মাংস ঢেলে দিয়ে মিশাতে হবে এবং প্রয়োজনে গরম পানি দিতে হবে যেন একটু পাতলা ঘন হয়। আস্ত কাঁচামরিচ দিতে হবে ৩-৪টা।লেবুর রস দিয়ে মিশাতে হবে ।

  •  Step 6

    এখন অন্য পাত্রে ৪ টে চা ঘি গরম করে পেঁয়াজ কুচি,আদা কুচি, তেজপাতা ও শুকনা মরিচের ফোড়ন দিতে হবে। এ ফোড়ন হালিমে ঢেলে দিতে হবে।

  •  Step 7

    এবার হালিমের মশলা বা ভাজা মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিয়েছি বেরেস্তা দিয়ে।

  •  Step 8

    এবার পরিবেশন ডিসে ঢেলে আদা কুচি, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, লেবুর স্লাইস ও বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে গরম গরম মজাদার হালিম।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন