আজ ৫ সেপ্টেম্বর বিকাল ৫টায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় নিরাপদ খাদ্য প্রদানের অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসন বরিশালের মোবাইল কোর্ট অভিযান। নগরীর ২৪ নং ওয়ার্ড রুপাতলী ধান গবেষণা রোড এলাকায় দুটি বেকারিতে অভিযান চালানো হয়ে।
এ সময় খাদ্য প্রস্তুতের লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মোড়কে পণ্যের ওজন না থাকার অপরাধে ঢাকা বেকারি ও ডেইলি প্লাস নামক দুটি বেকারিকে। বিএসটিআই আইন-২০১৮ মোতাবেক উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার, মোঃ মাহফুজুর রহমান ও জহুরুল ইসলাম।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।