বরিশালে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৭ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ।

লেখক:
প্রকাশ: ৬ years ago

আজ ২১ আগস্ট বুধবার দুপুর ১২ টায়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বরিশাল জেলা শাখার আয়োজনে। জেলা শাখার কার্যালয়। সমিতির পক্ষ থেকে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, জরুরী চিকিৎসা ও কন্যা বিবাহের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বরিশাল জেলা শাখা, প্রফেসর মোঃ মাকসুদুর রহমান। বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর মোহাম্মদ হানিফ, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা শাহ সাজেদাসহ প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপকার ভোগী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা উপস্থিত ছিলেন।

চারটি ক্যাটাগরিতে ২৩২ জন উপকারভোগীর মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ডেঙ্গু প্রতিরোধে আমাদের করোনিয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।