আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে। প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর সহযোগিতায়। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম বরিশালে। বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ এর বরিশাল জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মেট্রোপলিটন পুলিশ বরিশাল রেজাউল করিম, বরিশাল সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, প্রাইম ব্যাংকের বরিশাল শাখা প্রধান ও এফএভিপি মোহাম্মদ ফরিদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদসহ অংশগ্রহণকারী দুটি দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ম্যাচ রেফারি ও আম্পায়ার বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। স্কুল পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে সুস্থ প্রতিযোগিতা মূলক পরিবেশ সৃষ্টি হবে। এ প্রতিযোগিতা থেকে বিশ্বমানের ক্রিকেট খেলোয়ার তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বরিশাল জেলা পর্যায়ের বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ী চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।