বরিশালে যথাযথ মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে – ২০২০ পালন করেছে বরিশাল রেঞ্জ, মেট্রোপলিটন ও জেলা পুলিশ। আজ রোববার সকাল থেকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পৃথকভাবে পালন করেন তারা।

কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন করেন পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর মধ্যে প্রথমে পুলিশ মেমোরিয়াল স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম।

এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধ্যাঞ্জলি প্রদান করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম- (বার)।

এসময়ে বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।