বরিশালে টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রয়ের জন্য সংরক্ষণ, ডিলারকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। সেইসা‌থে মজুতকৃত পণ্য উদ্ধার ক‌রে খোলা বাজা‌রে বি‌ক্রির ব্যবস্থা করা হ‌য়ে‌ছে।

বুধবার (২৩ ফেব্রুয়া‌রি) জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দা‌রের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং টিসিবি আঞ্চলিক কার্যালয় বরিশাল কর্তৃক নগ‌রে টি‌সি‌বি’র পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

এসময় নগ‌রের গ‌রিয়ারপাড়ের সেতুবন্ধন ক্লাব সংলগ্ন এলাকায় ট্রাকসেল মনিটরিং কালে নির্ধারিত ট্রাকে ১৬২ লিটার তেল, ১০০ কেজি ডাল এবং ১০০ কেজি চিনি কম পাওয়া যায়।

এ সময় উক্ত ট্রাকের বিক্রয় কর্মী ম‌নিটরিং টিম‌কে জানায় ডিলার মোঃ জাহাঙ্গীর হোসেন টিসিবি থেকে পণ্য উত্তোলন করার পর উল্লিখিত পণ্য বিক্রয় না করে গুদামজাত করেছেন।

প‌রে কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্য উদ্ধার করে পুনরায় জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমিরানী মিত্র নগ‌রের হাট‌খোলা রোডস্থ বিসমিল্লাহ স্টোরের স্বত্বাধিকারী ও টিসিবি’র ডিলার মোঃ জাহাঙ্গীর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

টিসিবির ট্রাকসেল কার্যক্রম মনিটরিং করার সময় টিসিবি আঞ্চলিক কার্যালয় বরিশাল বিভাগীয় প্রধান আল আমিন হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং মো. শাহ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

তারা জানান, ওই ডিলা‌রের ডিলার‌শিপ বা‌তিল করার কার্যক্রম প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

সার্বিক কার্যক্রমে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।