বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে অর্থ সহায়তা প্রদান

লেখক:
প্রকাশ: ৩ years ago

১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৪৩ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ৪ লক্ষ ৩ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তর নুরুল আলম, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।
জেলা প্রশাসক হিসেবে জসীম উদ্দীন হায়দার দায়িত্ব নেয়ার পর থেকে বরিশাল বাসির উন্নয়নে কাজ করে যাচ্ছে পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে।

নারী নেতৃত্ব বিকাশে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আজ ৪৩ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে তাদের চিকিৎসাসহ জীবনধারণের বিভিন্ন কারনে এই অর্থ প্রদান করা হয়।