#

চাই জলবায়ু অর্থায়ন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা এই স্লোগান নিয়ে আজ ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায়, নগরীর বিডিএস মিলনায়তন বরিশালের সম্মেলন কক্ষে, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর আয়োজনে।

জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল, প্রফেসর শাহ্ সাজেদা। বিশেষ অতিথি ছিলেন আহবায়ক জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটি সনাক বরিশাল, অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, উপদেষ্টা আইসিডিএ বরিশাল, আনোয়ার জাহিদ, উপদেষ্টা সনাক বরিশাল, ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা বরিশাল, মোঃ আবুল কালামসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে এক আলোচনা সভায় জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসমূহের জলবায়ু অর্থায়ন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন