বরিশালের উজিরপুরে পবিত্র কুরআন শরিফ অবমাননার দায়ে তুষার চন্দ্র মজুমদার (২১) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ২৯ মার্চ রাতে ওটরা ইউপিচেয়ারম্যান আ: খালেক রাঢীর অফিস কার্যালয়ের শালীস বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয় ।
গত মঙ্গলবার (৩০ মার্চ) তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জেল হাজতে প্রেরন করা হয়। সে ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামের ললিত চন্দ্র মজুমদারের ছেলে।
তুষার বরিশাল হাতেম আলী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। করোনার ছুটিতে ঢাকায় একটি ইন্টারনেট কোম্পানিতে চাকুরী করতো।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৩ মার্চ ইসলামিক টেলিভিশনের একটি ইউটিউব চ্যানেলে ডা. জাকির নায়েকের খ্রিস্টানদের সাথে তর্ক বিতর্কের ভিডিওতে TC M Tusar নামক একটি ফেইজবুক আইডি দিয়া কমেন্ট করেছেন ভুয়া কোরেন সড়িব, তার ফেইজবুক ফ্রেন্ড ভবানীপুর গ্রামের সানি (২১) তুষার চন্দ্র মজুমদারকে উক্ত কমেন্ট ডিলেট করার জন্য বললেও তুষার কমেন্ট ডিলেট করে নাই।
পরে যুগীরকান্দা গ্রামের সাব্বির (২১), Alve sabbir তার আইডি দিয়া ৯২ জন ফেইজবুক ফ্রেন্ডদের সাথে উক্ত স্কীন শর্ট শেয়ার করেন।
এ নিয়ে উত্তেজিত এলাকার লোকজন চেয়ারম্যানের কাছে বিচার দিলে ওটরা ইউনিয়নের চেয়ারম্যান আ: খালেক রাঢ়ী তুষারকে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা হতে এলাকায় নিয়ে এসে চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন কার্যালয়ে সালিশ মিমাংসা করার জন্য বসলে এলাকার লোকজন উত্তোজিত হইয়া চেয়ারম্যানের কার্যালয় অবরুদ্ধ করে রাখে।
পরিস্থিতি বেগতিক দেখে চেয়ারম্যান মোবাইল ফোনে উজিরপুর থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদকে অবহিত করিলে তিনি ঘটনাস্থলে তাৎক্ষনিক উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে তুষারকে পুলিশ হেফাজতে নিয়া আসে। ৩০ মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় মডেল থানার এস আই বেল্লাল হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন । এস আই জসিম উদ্দিন মামলার তদন্ত ভার গ্রহন করেন।