আজ ৯ এপ্রিল দুপুর ১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় এবং কারসা ফাউন্ডেশন এর আয়োজনে। জেলা প্রশাসক বরিশাল এর সম্মেলন কক্ষে। বরিশালে প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
সভায় সভাপতিত্ব করেন পরিচালক কারসা ফাউন্ডেশন, অধ্যক্ষ এ এফ এম জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, আবুল কালাম আজাদ, বীর প্রতীক কে এম মহিউদ্দিন মানিক, নির্বাহী পরিচালক, সেইন্ট বাংলাদেশ, কাজী জাহাঙ্গীর কবিরসহ আরো অনেকে অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ টি অসহায় ব্যক্তি এবং সংস্থার মাঝে বিভিন্ন উপকরণ ও নগদ আর্থিক অনুদান প্রদান করেন। সেলাই প্রশিক্ষণ গ্রহণ কারী ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্তকে সেলাই উপকরণসহ নগদ ৪,৫০০/- টাকা করে ৬৭,৫০০/- টাকা, কারিগরি প্রশিক্ষণ (ড্রাইভিং ও অটো মেকানিক) বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ কারী ২ জন প্রশিক্ষণপ্রাপ্তকে ড্রাইভিং ও অটো মেকানিক কাজের বিভিন্ন উপকরণসহ নগদ ২০,০০০/- টাকা করে ৪০,০০০/- টাকা, কারিগরি প্রশিক্ষণ (ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং) বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ কারী ৫ জন প্রশিক্ষণপ্রাপ্তকে ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং কাজের বিভিন্ন উপকরণসহ নগদ ২০,০০০/- টাকা করে ১,০০,০০০/- টাকা, কিশোরী ক্লাবের সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ কারী ৮ টি প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বিভিন্ন উপকরণসহ নগদ ২০,০০০/- টাকা করে ১,৬০,০০০/- টাকা করে মোট ৩,৬৭,৫০০/- টাকা নগদ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়। এসব উপকরণ ও নগদ টাকা জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান নিজ হাতে প্রশিক্ষণপ্রাপ্ত দের মাঝে বিতরণ করেন।